Main Menu

বিজয়নগর ইউসিসিএ লিঃ’র সাধারণ সভায় উপ-পরিচালক মোঃ আতিকুর রহমান

সমবায় ভিত্তিক সমাজ গড়ে তুলে নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলুন

+100%-

জেলা বিআরডিবির উপ-পরিচালক মোঃ আতিকুর রহমান বলেছেন, সমবায় সমিতির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ সম্ভব। তিনি বিভিন্ন দেশের উদাহরণ টেনে বলেন, সমবায়ের মাধ্যমে বহুদেশে উন্নয়ন সাধিত হয়েছে। তিনি সমবায় ভিত্তিক সমাজ গড়ে তুলে নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে বলেন, তাহলেই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ঘোষিত উন্নত আয়ের দেশে বাংলাদেশ পরিণত হবে।

তিনি বিজয়নগরে বিআরডিবি ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। ১৪ ফেব্রুয়ারী বিজয়নগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৩য় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় একথা বলেন। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ও উপজেলা ভারপ্রাপ্ত পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদিরের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সমিতির ভাইস চেয়ারম্যান সঞ্জয় রায় পোদ্দার, সমিতির পরিচালক বিল্লাল মিয়া, রায় মোহন চৌধুরী, শিব্বির আহমেদ প্রমুখ। পরে শ্রেষ্ঠ সমিতি হিসেবে চান্দুরা কৃষক সমবায় সমিতি লিঃ ও শ্রেষ্ঠ সমবায় হিসেবে বুধন্তী কৃষক সমবায় সমিতি লিঃ এর সদস্য অধির দাসকে ক্রেষ্ট প্রদান করা হয়।প্রেস রিলিজ






Shares