Main Menu

বিজয়নগরে প্রতারণা মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার: প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ

+100%-

প্রতারণা মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের কর্মী মো. আলমগীর কবিরকে গত বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে তাঁর সমর্থকরা বিক্ষোভ করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিজয়নগর উপজেলার চর ইসলামপুর গ্রামের আবদুল মতিন গত বুধবার সকালে আলমগীরের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করেন। ওই মামলায় গত বুধবার সন্ধ্যায় উপজেলার চান্দুরা এলাকা থেকে আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার জের ধরে তাঁর সমর্থকেরা গতকাল বেলা সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের চান্দুরা এলাকায় তাঁর মুক্তি ও ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা এলাকায় অবরোধ করলে পুলিশ সেখান থেকে মো. জুবায়ের নামের একজনকে গ্রেপ্তার করে।

বিক্ষোভকারীদের দাবি, ব্যক্তিগত ইফতার আয়োজনে নিজের পছন্দের এক ব্যক্তিকে দাওয়াত দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হন আওয়ামী লীগের কয়েক নেতা।এরই জের ধরে আলমগীর কবিরের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আওয়ামী লীগে আলমগীর কবিরের কোনো পদ নেই। দলীয় নয়, একান্তই ব্যক্তিগত বিষয় নিয়ে আলমগীর কবিরের বিরুদ্ধে মামলা হয়েছে। বিক্ষোভের সঙ্গেও দলের কোনো সম্পর্ক নেই। ’

বিজয়নগর থানার ওসি মো. আলী আর্শাদ বৃহস্পতিবার বিকেলে জানান, গ্রেপ্তার হওয়া আলমগীর কবিরকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। সড়ক অবরোধের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।






Shares