বর্তমান সরকার প্রান্তিক মানুষকে স্বাবলম্বী করতে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করছে:: বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী
বিজয়নগরে বিআরডিবি’র আবর্তক ঋণ বিতরণকালে আক্তার উননেছা শিউলী বলেছেন, বর্তমান সরকার প্রান্তিক মানুষকে স্বাবলম্বী করতে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করছে। ফলে মানুষ স্বাবলম্বী হয়ে উঠছে।
তিনি আরো বলেন, বিআরডিবি ভুক্ত কৃষক সমিতির মাধ্যমে সরকার ব্যাপকভাবে মানুষের মধ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ করছেন। তিনি ঋণের টাকা যথাযথ ব্যবহার করে যথা সময়ে ঋণের কিস্তি পরিশোধেরও আহবান জানান।
গতকাল মঙ্গলবার বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রসুলপুর কৃষক সমবায় সমিতির সদস্যের মধ্যে আবর্তক ঋণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে আক্তার উন নেছা শিউলী এ কথা বলেন। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল পাশা, পিআইও শাহীনুর জাহান, দারিদ্র বিমোচন কর্মকর্তা মোস্তফা কামাল পাশা, বিআরডিবি’র জুনিয়র অফিসার মোক্তার হোসেন, বিশিষ্ট সমাজসেবক তাবরিজ সরকার, সঞ্জয় রায় পোদ্দার, পরিদর্শক আবদুল হামিদ প্রমুখ। গতকাল সমিতির ১০ জন সদস্যের মধ্যে (একলক্ষ চুয়ান্ন হাজার) টাকা ঋণ বিতরণ করা হয়।