Main Menu

জে.এস.সি পরীক্ষা কেন্দ্রে সামনে থেকে ইভটিজার সন্দেহে ৫ যুবক আটক

+100%-

eveteasing1111
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইসলামপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জে.এস.সি) পরীক্ষা চলাকালীন সময়ে ইভটিজার সন্দেহে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনজার্চ শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম বিদ্যালয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জে.এস.সি) পরীক্ষা চলাকালীন সময়ে ওই পাঁচ যুবক বিদ্যালয়ের সামনে ঘোরাফেরা করছিলেন। এসময় পুলিশ তাদেরকে ইভটিজার সন্দেহে আটক করে ফাঁড়িতে নিয়ে আসে। আটকরা হলেন, সুবিত লাল দাস (১৮), হৃদয় (১৮), প্রাণতোষ (১৮), আশিক মিয়া (১৮) ও আল-আমিন (১৮)। আটকরা সকলেই বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বাসিন্দা । তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জ্ঞিাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।