Main Menu

কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

+100%-

বিজয়নগর সংবাদদাতা : বিজয়নগরের কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্টান হয়েছে।আজ বৃহষ্পতিবার দুপুরে কলেজ মাঠে অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ও আহমেদুর রহমান বিকাশের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ও কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ,জেলা আওয়ামীলীগ নেতা কাজী হারিছুর রহমান,অবিভাবক সদস্য  ইজাজুর রহমান রাকিব,উপাধ্যক্ষ মো: জহির উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিতু মিয়া প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, খেলাধুলা মনকে বিকশিত করে এবং মন ও শরীর চাঙ্গা করে।খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকবে। সবাইকে লেখাপড়া করে দেশের স্বার্থে কাজ করতে হবে।মেয়েদেরকে ও এগিয়ে যেতে হবে।