Main Menu

বিজয়নগরে বই উৎসব::বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বদ্ধ পরিকর- এডঃ তানবীর ভূইঁয়া।

+100%-

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদ দাতা ঃ বিজয়নগর উপজেলায় উৎস মুখর পরিবেশে মিরাশানী পলিটেকনিক একাডেমী হাই স্কুলে গতকাল বিনা মূল্যে বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডঃ তানবীর ভূইঁয়া এ কথা বলেন। তিনি আরো বলেন, সারাদেশে একদিনে প্রায় পাঁচ কোটি বই বিতরণ হচ্ছে যা কেবল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের পক্ষেই সম্ভব। তিনি কোরআন হাদীসের শিক্ষার আলোকে বলেন,আমাদের ধর্ম ইসলামে প্রত্যেক নরনারীর জন্য বিদ্যা শিক্ষা অর্জন কে ফরজ করা হয়েছে। মোঃ আবুল খায়েরের সবাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার বশিরুল হক ভূইঁয়া বলেন,সমগ্র বাংলাদেশে পহেলা জানুয়ারী থেকে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু করে সরকার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন আপনারা আপনাদের সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলুন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সিঙ্গার বিল ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূইয়া প্রেস ক্লাব সভাপতি আমীর মাহমুদ ভূঁইয়া,উপজেলা আওয়ামীলীগ নেতা জিয়াউদ্দিন আহম্মদ পানটুস, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শফিউদ্দিন বাবুল চৌধূরী, প্রবীন শিক্ষক গিয়াস উদ্দিন মাষ্টার, প্রবাসী আব্দুল কাইয়ূম প্রমুখ। অনুষ্টান পরিচালনা করেন শিক্ষক মোঃ নাঈম। বিজয়নগর উপজেলায় মাধ্যমিক স্কুলে ২০ লক্ষ ৫১হাজার, এবতেদায়ী-১৭হাজার ৮০০শত ও দাখিল-৩৮ হাজার ১৮৫টি বই বিতরণ করা হয়।






Shares