Main Menu

উদীচী বিজয়নগর নতুন শাখা কমিটি গঠিত

+100%-


গত ১৮ অক্টোবর, শনিবার ডলি রানী দাসের সভাপতিত্বে উদীচী বিজয়নগর শাখা কমিটি গঠিত হয়। ডাঃ কার্তিক চৌধুরীকে আহবায়ক, সুপাল চক্রবর্তী ও সাকিবুল হাসান সুজনকে যুগ্ম আহবায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট শাখা কমিটি শাখা কমিটি গঠিত হয়। এতে বক্তব্য রাখেন উদীচী, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের সভাপতি অধ্যাপক আব্দুন নূর, সহ-সভাপতি নন্দনলাল দাস, জেলা সদস্য সাজিদুল ইসলাম, ডা.কার্তিক চৌধুরী, সুপাল চক্রবর্তী ও সাকিবুল হাসান সুজন প্রমুখ। বক্তারা বলেন যে, সামাজ্যবাদ, মৌলবাদ জঙ্গীবাদ ধনিক বণিক ভায়েরা মিলে পরিকল্পিতভাবে পৃথিবী ধ্বংস মেতে উঠেছে। তারা বিশ্বময় যুদ্ধ, দুর্নীতি, সন্ত্রাস, উলংপনা, শোষন, নির্যাতন, খুন, মাদকাশক্তির আবাদ করছে। এগুলো বিস্তারের জন্য পুঁজিবাদীর সংস্কৃতির অগ্রণী ভূমিকা পালন করছে:। তাদের মূললক্ষ্য পৃথিবীর যাবতীয় সম্পদ ও অর্থ লুন্ঠন করে কতিপয় মানুষ ধনি হবে আর বনিকরা গবি থাকবে। তাই এ পূঁজিবাদী সংস্কৃতির বিপরীতে মুক্তিযুদ্ধের সংস্কৃতি, গণসংস্কৃতি ও লোকজ সংস্কৃতি  হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে। তাই জেলাবাসীর সর্বস্তরের মানুষকে উদীচী’র পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বক্তারা আহবান জানান। কারণ প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে শিল্পী। খবর বিজ্ঞপ্তির






Shares