Main Menu

অসহনীয় লোডশেডিং- বিজয়নগরের বিদ্যুৎ গ্রাহকদের চরম ভোগান্তি

+100%-


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের চরম ভোগান্তির শিকার হচ্ছে। আখাউড়া জোনাল অফিসের আওতাধীন বিজয়নগর উপজেলায় ভয়াবহ লোডশেডিং  কারণে  হাজার হাজার  গ্রাহক দিশেহারা হয়ে পড়েছেন। বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নের  গ্রাহকদের গত কয়েকদিন ধরে ২৪ ঘন্টার মধ্যে ১০ ঘন্টাই বিদ্যুৎবিহীন অবস্থায় কাটাটে হচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে যাওয়া আর রাত ১০টায় আসার এক ঘন্টা  পর আবার চলে যাওয়া  এটায় যেন নিয়মের পরিণত হয়েছে। কোনো কোনো দিন সারা রাতে বিদ্যুৎ এর দেখা মেলে না । এই অসহনীয় লোডশেডিং এর ফলে ছাত্র/ছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে । বিদ্যূৎ নির্ভর ব্যবসা বানিজ্য বিশেষ করে স’মিল, রাইসমিল, আইসক্রিম ফ্যাক্টরি,ওয়েন্ডি মেশিন,ফটোস্ট্যাট,কম্পিউটার, এবং স্টুডিও ব্যবসায় জড়িতদের  লোডশেডিংয়ের ফলে প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে। ঘন ঘন লোডশেডিং এর ফলে বিদ্যুতের সরঞ্জামাদি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিজয়নগর উপজেলাবাসী  পল্লুী বিদ্যুৎ এর হাজার হাজার গ্রাহকরা ভয়াবহ লোডশেডিং এ অতিষ্ঠ। তাই এই ভয়াবহ লোডশেডিং থেকে মুক্তি চাই  বিজয়নগর উপজেলাবাসী।






Shares