Main Menu

পূর্ব বিরোধের জের ধরে বিজয়নগরে দু’দলের সংঘর্ষে আহত-৩০

+100%-


পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ ৩০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার সকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের বেশ কয়েকটি ঘর ভাংচুর করে দাঙ্গাবাজরা।
এলাকাবাসী জানান, পাহাড়পুর গ্রামের তাজুল মিয়ার গোষ্ঠী ও আব্দুল রাজ্জাকের গোষ্ঠীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পুরানো বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উভয় গোষ্ঠীর দাঙ্গাবাজরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ ৩০জন আহত হয়। এলাকার সর্দাররা সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে।
আহতদের মধ্যে ইউনুছ মিয়া-(৬০) আব্দুর রশিদ- (৩৫), মাসুদ মিয়া-(৩০), রোমান-(০৯), জাকির মিয়া-(২৮) আবু তাহের-(৫২), তাজুল ইসলাম- (৫০), হারুন অর রশিদ-(৪২), সানাউর রহমান- (২৫), নুর মিয়া-(২৮), ইছহাক মিয়া-(৩৫), মামুন -(৩২) এবং আমেনা বেগম-(৩৫)কে ব্রাহ্মণবাড়িয়া-জেলা সদর হসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব বলেন, সংঘর্ষের খবর পেয়েছি। তবে এখনো কোন পক্ষ মামলা করেনি।






Shares