বিজয়নগরে লোড শেডিংয়ে জনজীবন অতিষ্ঠ
প্রতিনিধি : তীব্র গরমে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে বিজয়নগর উপজেলার জনজীবন। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লোডশেডিং থাকায় উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠা ছোট ছোট শিল্প কারখানাগুলোর উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। জানা যায়, প্রতিদিন এ উপজেলার বিভিন্ন স্থানে ১০/১২ ঘন্টা লোডশেডিং থাকে। ‘ল’ ভোল্টেজ ও ঘনঘন বিদ্যুৎ আসা যাওয়ায় টিভি ও ফ্রিজ সহ মূল্যবান জিনিসপত্র নষ্ট হচ্ছে। এ সুযোগে মোমবাতির দাম দ্বিগুণ হয়ে গেছে। অন্যদিকে মাধ্যমিক স্কুল পড়–য়া ছাত্রছাত্রীদের অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে মাগরিবের আযানের সময় বিদ্যুৎ চলে যাওয়ায় মোমবাতি দিয়ে অতিকষ্টে লেখাপড়া করতে হচ্ছে। এ ব্যাপারে উপজেলার নিদারাবাদ গ্রামের এক ছাত্রের অভিভাবক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মন্নাফ জানান যে, বিদ্যুৎ না থকায় প্রচন্ড গরমে শিক্ষার্থীরা সন্ধ্যা হতে না হতেই ঘুমিয়ে পড়ে। তাছাড়া একটু ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে পড়ে। এ ব্যাপারে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন উপজেলার সচেতনমহল।