বিজয়নগরে তাবলিক জামাতের আল্টিমেটাম
সারোয়ার হাজারী পলাশ : বিজয়নগর উপজেলার চরইসলামপুর গঙ্গানগর গ্রামে এক তাফসির মাহফিল নবী করীম (সাঃ) মাটির মানুষ বলার অপরাধে অত্র এলাকার সুন্নীমনা লোকজন সামাজিক প্রক্রিয়ায় এক বিচার করে। এ ঘটনার জের ধরে আজ সকাল ১০ ঘটিকার সময় বিজয়নগর সদর দপ্তরে তাবলিক জামাতের এক জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলার তাবলিক জামাতের নেতৃবৃন্দ ও বিজয়নগর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাবলিক জামাতপন্থী লোকজন জড়ো হয়। এ সময় বক্তারা বলেন যে, সামাজিক প্রক্রিয়ার বিচারকগণ অনতিবিলম্বে তাদের অপরাধ স্বীকার করে মাফ চাইতে হবে এবং যারা নবী করীম (সাঃ) হাজির নাজির কিংবা নুরের তৈয়ারী হিসেবে জানে তারা ৩ দিনের মধ্যে এ বিষয়ে প্রকাশ করার ঘোষনা প্রদান করেন। এ সময় বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রসুল আহম্মদ নিজামী সহ তাবলিক জামাতের বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন গ্রাম থেকে আসা লোকজন উপস্থিত ছিলেন।