বিজয়নগরের উন্নয়নে বিএনপির কোনো ভূমিকা নেই,তারা ভোট নিয়ে বারবার প্রতারনা করেছে
আজহারুল ইসলাম শাহআলম : পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির প্রচেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ার নব-গঠিত বিজয়নগর উপজেলা সদরে প্রথম বারের মতো সোনালী ব্যাংক উপজেলা শাখা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।বুধবার দুপুরে উপজেলা সদরে এ ব্যাংকের উপজেলা শাখার উদ্ধোধন করেন পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখার ডিজিএম মো.ওবায়েদুর রহমানের সভাপেিত্ব এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার,সোনালী ব্যাংক কুমিল্লা অফিসের জিএম আমিন উদ্দিন আহম্মদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঞা,উপজেলা আওয়ামীলীগ সভাপতি জহিরুল ইসলাম ভূঞা,সাধারন সম্পাদক এড.তানভীর ভূঞা,ইউপি চেয়ারম্যান হাজি আকতার হোসেন,উপজেলা যুবলীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল,গ্রাহক জাহাঙ্গীর আলম রমজান।এসময় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন,বিজয়নগর উপজেলা প্রতিষ্ঠা ও এ উপজেলার উন্নয়নে বিএনপির কোনো প্রকার ভূমিকা নেই।তারা বছরের পর বছর এ এলাকার মানুষের কাছ থেকে নানান কথা বলে ভোট নিয়ে তাদের সাথে প্রতারনা করেছে।তিনি আগামী নির্বাচনে এ প্রতারক দলকে বয়কট করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কাকে বিজয়ী করার আহবান জানান।বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিতাস পূর্বাঞ্চলের ১০ টি ইউনিয়ন নিয়ে বিজয়নগর উপজেলার ঘোষনা দেন।এরপর থেকে আওয়ামীলীগের নেতৃত্বে এ উপজেলায় শিক্ষা,অবকাঠামো,সড়ক উন্নয়নে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে।বিশেষ করে গত দুই বছরে এ উপজেলায় জমি রেজিষ্ট্রি কার্যক্রম শুরু,বিভিন্ন সরকারি দপ্তরের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলা,স্বাস্থ্য বিভাগীয় কার্যক্রম ব্যাপকভাবে সফলতা লাভ করেছে।এ উপজেলায় নতুন শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি,মডেল স্কুল প্রতিষ্ঠার কাজ শুরু,শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরন,কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা,খানা-খন্দে ভরা প্রধান সড়কটির আমূল পরিবর্তন করে এ উপজেলায় উন্নয়নে উদাহরন সৃষ্টি করেছি আমরা।তিনি আরো বলেন,সোনালী ব্যাংকের শাখা কার্যক্রম শুরু হওয়ায় এলাকার আর্তসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে।ব্যাংক অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকা শক্তি।এ অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তারা বিজয়নগরে সোনালী ব্যাংকের শাখা কার্যক্রম শুরু করার ক্ষেত্রে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ব্যাপক ভূমিকা পালন করায় তাকে ধন্যবাদ জানান। |