প্রতিনিধি : সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা বিষ্ণুপুর গ্রামে দু’পক্ষের সংর্ঘষে মহিলাসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। জায়গা নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ভূইয়ার বাড়ির লালু ভূইয়ার সঙ্গে চাচাতো ভাই আলীম মাষ্টারের মধ্যে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল সকাল ১০টার দিকে উভয় পরে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আহতদের মধ্যে জাবেদ মিয়া (২২), কাউছার ভূইয়া (৩২), পলাশ ভূইয়া (৪৫), কানু ভূইয়া (৪২), মিনারা বেগম (৪০), সেলিম (৩৫), শাফায়েত ভূইয়া (৩০), তছলিম (১২) ও হুমায়ুনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোন প মামলা দায়ের করেনি।
|