Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ২০৫ বোতল হুইস্কি উদ্ধার

+100%-

12bgb24516গত ২২ মে ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ২০৫ বোতল হুইস্কি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ২২ মে ২০১৬ তারিখ রাত ১১ টায় মঈনপুর সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা মোঃ নুরুল হক এর নেতৃত্বে কসবা উপজেলার চাঁনখোলা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১৩০ বোতল হুইস্কি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া একই উপজেলার মাদলা এলাকা হতে ২২ মে ভোর রাতে অপর একটি অভিযানে আরও ২৫ বোতল হুইস্কি জব্দ করেছে মাদলা সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা।

অপরদিকে কর্ণেলবাজার সীমান্ত ফাঁড়ীর হাবিলদার বিজয় কান্তি ভট্টাচার্য্য এর নেতৃত্বে আখাউড়া উপজেলার শিবনগর এলাকা হতে ২২ মে ২০১৬ তারিখ বিকাল ৫:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে ৩৮ বোতল হুইস্কি আটক করা হয়েছে। এছাড়াও একই উপজেলার আনোয়ারপুর সীমান্ত এলাকা হতে অপর একটি অভিযানে ১২ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। আটককৃত মাদকের আনুমানিক মূল্য তিন লক্ষ সাত হাজার পাঁচশত টাকা। তবে অভিযান পরিচালনাকালে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান মাদক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।প্রেস রিলিজ






Shares