১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে মটর সাইকেল, গাঁজা এবং হুইস্কিসহ আসামী আটক
অদ্য ১২ মে ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক অভিযান পরিচালনা করে মটর সাইকেল ০২ (দুই) টি, গাঁজা ০৫ কেজি এবং ৯৭ বোতল হুইস্কিসহ আসামী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অদ্য ১২ মে ২০১৬ তারিখ আলীনগর সীমান্ত ফাঁড়ীর নায়েব সুবেদার মোঃ মোখলেছুর রহমান এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার কালাছড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০৫ বোতল হুইস্কি, ও ০২ (দুই) টি মটর সাইকেলসহ আসামী আটক করেছে বিজিবি জওয়ানেরা। আসামীর নাম ও ঠিকানা- (১) মোঃ কামরুল ইসলাম মান্টু (২৬), পিতা- মোঃ আব্দুর রহিম, গ্রাম- কালাছড়া ডাকঘর- বিষ্ণুপুর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। ধৃত আসামী মোঃ কামরুল ইসলাম মান্টু (২৬) কে মাদক বহনের দায়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৫০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা শাস্তি প্রদান করা হয়েছে। এছাড়া অপরদিকে মঈনপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ মাহফুজ এর নেতৃত্বে রঘুরামপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৯২ বোতল হুইস্কি এবং ০৫ কেজি গাঁজা আটক করেছে বিজিবি সদস্যরা।
এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান আসামীসহ মাদক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।