১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ফেনসিডিল, ক্যানবিয়ার, স্কপ সিরাপ সহ আসামী আটক
০৮ মার্চ ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক দিনভর অভিযান পরিচালনা করে ১৩৬ বোতল হুইস্কি, ১০০ বোতল ফেনসিডিল, ২০ বোতল ক্যানবিয়ার এবং ৪৫ বোতল স্কোপ সিরাপসহ ০২ (দুই) জন আসামী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
০৮ মার্চ ২০১৬ তারিখ সন্ধ্যা ৭:৫০ ঘটিকায় মঈনপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে কসবা উপজেলার চকবস্তা এলাকা অভিযান পরিচালনা করে ১০০ বোতল হুইস্কি আটক করেছে বিজিবি।
অপরদিকে ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ীর নায়েব সুবেদার মোঃ মাহবুবুর আলম এর নেতৃতে আখাউড়া উপজেলার শিবনগর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা ২৫ বোতল স্কোপ সিরাপ, ১০০ বোতল ফেনসিডিল, ৩৬ বোতল হুইস্কি এবং ২০ বোতল ক্যানবিয়ার আটক করেছে ঐ সীমান্ত ফাঁড়ির বিজিবি জওয়ানেরা।
এছাড়া অপর একটি পৃথক অভিযান পরিচালনা করে ফকিরমোড়া সীমান্ত ফাঁড়ির হাবিলদার মোঃ সানোয়ার হোসেন এর নেতৃত্বে আখাউড়া উপজেলার গাঁজীর বাজার এলাকা হতে ২০ বোতল স্কপ সিরাপসহ ০২ (দুই) জনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আটককৃত আসামীর নাম ও ঠিকানা- (১) মোঃ মামুন মিয়া (৩১), পিতা- মৃত নোমিজ উদ্দিন, (২) মোঃ রাশেদ মিয়া (২৮), পিতা- মোঃ ওসমান গণি উভয়ের গ্রাম-চরচারতলা, ডাকঘর ও থানা-আশুগঞ্জ জেলা- ব্রাহ্মণবাড়িয়া। ধৃত আসামী (০২) দুই জনকে মাদক বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ২০০০/- (দুই হাজার) টাকা জরিমানা এবং অনাদায়ে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি মাদক এবং আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।