১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ফেনসিডিল এবং হুইস্কি উদ্ধার
ডেস্ক ২৪:: ৩০ মার্চ ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক দিনভর অভিযান পরিচালনা করে ৩০ বোতল ফেনসিডিল এবং ০৯ বোতল হুইস্কি উদ্ধার করেছে বিজিবি জওয়ানেরা।
৩০ মার্চ ২০১৬ তারিখ দুপুর ১টায় বিজয়নগর উপজেলার ভাগলপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে হাবিলদার মোঃ আক্তার এর নেতৃত্বে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ীর বিজিবি সদস্যরা। অপরদিকে পৃথক একটি অভিযানে জুনিয়র কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান এর নেতৃত্বে একই উপজেলার নলগড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ০৯ বোতল হুইস্কি জব্দ করছে সিংগারবিল সীমান্ত ফাঁড়ির বিজিবি জওয়ানেরা। তবে এ অভিযান পরিচালনার সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি ফেনসিডিল এবং হুইস্কি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
« ফখরুলের আটক বিএনপির উপর সরকারের নগ্ন হামলা : জহিরুল হক খোকন জহির (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কসবায় আইনমন্ত্রী আনিসুল হক এমপির ৬০তম জন্ম দিন পালিত »