১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ৫০ বোতল ফেনসিডিল এবং ৫৫ বোতল হুইস্কি আটক
ডেস্ক ২৪:: ০৩ জানুয়ারি ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের বিভিন্ন স্থানে দিনভর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেনসিডিল এবং ৫৫ বোতল হুইস্কি জব্দ করা হয়।
০৩ জানুয়ারি ২০১৬ তারিখ ভোর ০৫:৪৫ ঘটিকায় কসবা উপজেলার কাশিরামপুর সীমান্ত এলাকায় মঈনপুর বিওপি কমান্ডার জুনিয়র কর্মকর্তা সুবেদার আবু সাঈদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৩৫ বোতল হুইস্কি জব্দ করা হয়েছে।
এছাড়া আখাউড়া সীমান্তের চাঁনপুর এলাকা হতে দুপুর ১২:০০ ঘটিকায় হাবিলদার মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেনসিডিল আটক করা হয়েছে। অপরদিকে বিজয়নগর উপজেলার কাশিনগর সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে ২০ বোতল হুইস্কি জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম, পিবিজিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি ফেনসিডিল এবং হুইস্কি আটকের সত্যতা নিশ্চিত করেছেন। প্রেস রিলজ