Main Menu

বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের উদ্যোগে শীতকালীন খেলাধুলার সমাপনী অনুষ্ঠান

শেখ হাসিনার সরকার শিক্ষাখাতে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে-র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

+100%-

mp2412ডেস্ক ২৪::জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, লেখাপড়ার পাশাপাশি প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা তাদের জ্ঞান বিকাশে এগিয়ে যাবে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষাখাতে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে। শিক্ষার পাশাপাশি এলাকার সকল উন্নয়নেও সরকার কাজ করছে। তিনি বিজয়নগরে শিক্ষা প্রতিষ্ঠানসহ ব্যাপক উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামী দিনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, দেশের উন্নয়ন অগ্রগতিকে ব্যাহত করার জন্য বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এছাড়া ধর্মীয় উসকানী দিয়ে মৌলবাদীরাও নানা চক্রান্তে লিপ্ত। এসব চক্রান্তের বিরুদ্ধে সকলকে সোচ্চার থেকে তাদেরকে প্রতিহত করতে হবে। তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে। গতকাল শনিবার বিকেলে বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের উদ্যোগে শীতকালীন খেলাধুলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

mp24121
উপজেলা চেয়ারম্যান এড. তানভীর ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল আখতার, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মামুন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জিতু মিয়া, জিয়াউল হক বকুল, হামদু মিয়া, সারোয়ার রহমান ভূইয়া, আবদুর রশিদ খন্দকার, জামাল মিয়া, কামরুজ্জামান রতন, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান দীপক চৌধুরী বাপ্পী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল খান, ছাত্রলীগের সভাপতি ইলিয়াস সরকার, সাবেক এটিও কুতুবুল আলম প্রমুখ। পরে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এর আগে উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ, শহীদ মিনার, উপজেলা কমপ্লেক্সের খেলার মাঠের উদ্বোধন করেন। সবশেষে দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন।






Shares