শিক্ষার্থীদের মাদক হতে দূরে থাকতে হবে :: মেহের নীগার
বিজয়নগর সংবাদদাতা ::ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আলহাজ¦ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ^বিদ্যালয় কলেজের স্নাতক (অনার্স )প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্টানে প্রধান অতিথির ভাষনে বলেন , শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে, ছেলে মেয়েদের লেখা পড়ায় মনোযুগী করে তুলতে হবে এবং পরীক্ষায় শতভাগ পাশের ব্যবস্থা করতে হবে ।
বৃহষ্পতিবার দুপুেের কলেজের হলরুমে কলেজের প্রতিষ্টাতা ও চেয়ারম্যান আলহাজ¦ কাজী মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও আহমেদুর রহমান বিনকাশ এর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আই,ও,বি ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান ড,তৌফিকুল ইসলাম মিথিল , অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমান, কৃষি কর্মকর্তা মস্কর আলী , ইসলামপুর পুলিশ ফাড়ির ইনচার্জ আ,স,ম আতিকুর রহমান ,জেলা আওয়ামীলীগ নেতা কাজী হারিছুর রহমান ,রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান ,ইউপি চেয়ারম্যান জিতু মিয়া ,ইজাজুর রহমান রাকিব,উপাধ্যক্ষ জহির উদ্দিন ,সুপারিন্টেন্ড মুখলেছুর রহমান ,মো: ফেরদৌস মিয়া প্রমুখ।