ব্রাক্ষণবাড়িয়া থেকে আটক ভূয়া এএসপি ও ওসিসহ ৪ প্রতারক গ্রেফতার
ডেস্ক ২৪:: পুলিশের এএসপি ও ওসি পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় বগুড়া পিবিআই প্রতারক চক্রের ৪ সদস্য কে ব্রাক্ষণবাড়িয়া থেকে আটক করে তাদের নিকট থেকে মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করেছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন , ব্রাক্ষনবাড়িয়া জেলার বিজয়নগর থানার চরইসলামপুর গ্রামের কালু মিয়ার পুত্র জাকির হোসেন (২১) ব্রাক্ষনবাড়িয়া সদরের মজলিশপুর গ্রামের আব্দুল মতিনের পুত্র এএসপি পরিচয়দানকারী মুসা মিয়া (২২) একই গ্রামের কদু খাঁ’র পুত্র ইলিয়াস (৩১) ও বিকাশ এজেন্ট বিজয়নগর থানার ইসলামপুর পূর্ব পাড়ার আব্দুল হাফেজের পুত্র রবিউজ্জামান ।
রোববার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) বগুড়া জেলা অফিসের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন সংবাদ সম্মেলনে জানান, গত ২৬মার্চ’১৬ বগুড়ার অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেনের নিকট ওসি পরিচয়ে উক্ত জাকির হোসেন ফোন করে বলেন, আপনার পুত্র কক্্রবাজার হাসপাতালে ভর্তি রয়েছে। এ খবরে ছেলের চিকিৎসার জন্য ২০হাজার ৪০০ টাকা বিকাশে পাঠান তিনি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বগুড়া সদর থানায় ৩১ মার্চ মামলা দায়ের করেন। এরপর পিবিআই সদস্যরা শনিবার দিবাগত রাতে ব্রাক্ষণবাড়িয়া থেকে তাদের ৪জনকে গ্রেফতার করে । রোববার দুপুরে বগুড়ার আদালতে হাজির করে জবানবন্দির জন্য আবেদন করে পুলিশ। সংবা