বিজয়নগরে সংঘর্ষ: আটক ১৯ জনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
বিজয়নগরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় সোমবার সন্ধ্যায় আটক ১৯ জনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিতরা হলেন আনসর আলী, সানু মিয়া, হৃদয় রাব্বি, জুয়েল খান, ফয়সাল রানা, আবু লাল, সোহরাব মোল্লা, সুজন খাঁ, রুবেল মিয়া, বসু মিয়া, মো. মিজান, জাহাঙ্গীর আলম, নুরুন্নবী মোল্লা, মো. জুবায়ের, কামাল হোসেন, মো. আব্দুল্লাহ, ছোটন মিয়া, ফিরোজ মিয়া ও বকুল মিয়া।
সোমবার কয়েক ঘণ্টাব্যাপী বুধন্তী ও কেনা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের সময় আটক ২০ জনের মধ্যে ১৯ জনকে সাজা দেওয়া হয়।বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী আফরোজের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
গতকাল মঙ্গলবার সকালে দণ্ডিতদের জেলহাজতে পাঠানো হয়েছে।
- ৩রা জুলাই সোমবার মোটর সাইকেলের হর্ন বাজানো নিয়ে উপজেলার বুধন্তি ইউনিয়নের বুধন্তি ও কেনা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে শতাধিক লোক আহত হন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও তিন রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
« সীমান্তকে শতভাগ সুরক্ষা এবং আলোকিত সীমান্ত গড়াই বিজিবির প্রধান লক্ষ্য: মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত »