Main Menu

বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী সহ ১১  জনকে জরিমানা

+100%-
মো,জিয়াদুল হক বাবু , বিজয়নগর উপজেলার আমতলী বাজারে  মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ী সহ ১১ জনকে সাজা প্রদান করা হয়েছে।আজ সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে,এম ইয়াসির আরাফাত । করোনাভাইরাস প্রতিরোধে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ ও নির্দেশিত স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ও রাস্তায়  কাঠ  ফেলে রাখার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।এসময় দোকানদারদেরকে বিশেষ  ভাবে সতর্ক করেন  এবং সড়কে চলাচলে প্রতিবন্ধকতা রোধে আমতলী  বাজার কাঠব্যবসায়ীদের কাঠ সরানোর নির্দেশ ও অর্থদন্ড প্রদান করেন। সড়কে অবৈধ স্হাপনা অপসারণ এর লক্ষ্যে বিজয়নগর  উপজেলার   আমতলী বাজারে কাঠব্যবসায়ীরা সড়কে কাঠ রেখে চলাচলে  প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ০৫ কাঠব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেন ও কাঠ সরিয়ে নেয়ার জন্য  দোকানদারদেরকে বিশেষভাবে সতর্ক করেন  ।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে সড়কে প্রতিব্ধকতা সৃষ্টি, ফার্মেসীতে অনুৃমোদনহীন ঔষধ রাখা, জনসম্মুখে ধুমপান করা   ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পরায়  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার( নিয়ন্ত্রণ)  অাইন,২০০৫ ও সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) অাইন-২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের অপরাধে ১১ জনকে ১১টি মামলায়  ২১,৯০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।





Shares