বিজয়নগরে ভিটামিন’এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন
মো,জিয়াদুল হক বাবু:ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সাড়ে ৫৫ হাজার ৫শ শিশুকে ভিটামিন‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
আজ রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাছুম , উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহ নেওয়াজ সহ বিভাগের অন্যান্য ডাক্তারবৃন্দ,ইপিআই টেকনিশিয়ান মো: মহিউদ্দিন প্রমুখ।
উপজেলার ১০ ইউনিয়নের ২৪১ কেন্দ্রে ৬ মাস থেকে ১বছর বয়সী ৬ হাজার ৫’শ জন ও ১ বছর থেকে ৫ বছর বয়সী ৪৯ হাজার শিশুকে ভিটামিন‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
« সরাইলে গভীর রাতে দূর্বৃত্তের হাতে এক নারী নিহত, স্বামী আহত (পূর্বের সংবাদ)