বিজয়নগরে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিঃ শ্যামল এর উপর আক্রমন ও গাড়ী ভাংচুরের প্রতিবাদে গণসংযোগ
গত ১৬/১২/২০১৮ইং তারিখে বিজয়নগর উপজেলা স্মৃতিসৌধে পুস্পস্তপক অর্পনে যাওয়ার পথে সদর- ৩ আসনের ধানের শীষের জনপ্রিয় প্রার্থী ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল এর উপর সন্ত্রাসীদের প্রাণ নাশের জন্য আক্রমন ও গাড়ী ভাংচুরের প্রতিবাদে আজ প্রতিবাদ স্বরূপ পুরো বিজয়নগর উপজেলার সর্বস্তরের জনতা স্রোতের মত বিজয়নগরের রাজপথে নেমে আসে।
ইঞ্জিঃ শ্যামল চান্দুরা বাসষ্ট্যান্ড থেকে পায়ে হেঁটে চম্পকনগর কলেজ মাঠ পর্যন্ত প্রায় ৯.০০ কিঃ মিঃ পথ নির্বাচনী গনসংযোগ করেন। উক্ত গণসংসংযোগ কালে ধানের শীষের স্লোগানে স্লোগানে মুখরিত থাকে পুরো বিজয়নগর এলাকা। সন্ত্রাসীরা ধানের শীষের প্রার্থী সহ নেতাকর্মীদের উপর যত প্রকার অত্যাচারই করুক না কেন, আমরা তাদের অত্যার নির্যাতনে পিছ পা হব না। বরং জনস্রোত ধানের শীষের পক্ষেই ঝড়ের বেগে দাবিত হচ্ছে। আগামী ৩০ তারিখের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর- ৩ আসনে ইঞ্জিঃ শ্যামল এর ধানের শীষ বিপুল ভোটে জয় লাভ করবে ইনশাল্লাহ।
সন্ত্রাসীদের কোন প্রকার হুমকী ধামকী ও তান্ডবে আমরা মাঠ ছেড়ে দেবো না। ইঞ্জিঃ শ্যামলকে প্রাণ নাশের হুমকী সহ সকল বিচ্ছিন্ন ঘটনায় জড়িত সকল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানোর আহবান জানিয়ে জেলা বি.এন.পি’র সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও জেলা বি.এন.পি’র সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন এক যৌথ বিবৃতিতে নিন্দা জ্ঞাপন করেন।প্রেস বিজ্ঞপ্তি