বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত, ৬১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ
সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে প্রায় অর্ধ শতাধিক লোক আহত হয়েছে । গুরুতর আহতদের জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, উপজেলার কেনা গ্রামের শিমুর খাঁ’র ছেলে মটর সাইকেল চালক সুজন বুধন্তি থেকে কেনা যাওয়ার সময় হর্ন বাজানো কে কেন্দ্র করে বুধন্তি গ্রামের আব্দুলের ছেলে মিজান ও তার লোকজন মারধর করে । পরে বুধন্তির ছোয়াব মিয়া দুপুরে মটর সাইকেল নিয়ে কেনা বাজারে গেলে সুজনের লোকজন তাকে আবার মারধর করে ।
এসময় খবর পেয়ে বুধন্তির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে উভয় গ্রামের প্রায় অর্ধ শতাধিক নারী পুরুষ আহত হয় এবং এ সময় কয়েকটি বাড়ী ঘর ভাংচুরের শিকার হয়।
বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে রাবার বুলেট নিক্ষেপ ও লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
এব্যপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আর্শাদ জানান, মটর সাইকেল চলাকে কেন্দ্র করে দু গ্রামের সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৬১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে । মামলার প্রস্তুতি চলছে।