বিজয়নগরে উঠান বৈঠক অনুষ্টিত
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বিষ্নূপূর ইউপিতে নৌকার মনোনয়ন প্রত্যাশি চেয়ারম্যন প্রার্থী মো.জসিম উদ্দিন চৌধুরীর বাড়িতে উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে। মনোনয়ন প্রার্থী জসিম উদ্দীনের আহ্বানে রবিবার সকালে চতুর পুর গ্রামে অহিদুল হক মাষ্টারের সভাপতিত্বে ও জেলা কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন আলি হোসেন মেম্বার , আকতার মেম্বার, হুমায়ন মেম্বার, উপজেলা আওয়ামীলীগ নেতা সাদেক মিয়া ,কামাল মিয়া ,আবুশামা ,সফু সরকার ,ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গির আলম, মো.মিজান মিয়াসহ অন্যান্যরা।
স্বাগতিক বক্তব্যে নৌকার মনোনয়ন প্রত্যাশী বিষ্নুপূর কৃষকলীগের উপদেষ্ঠা মো. জসিম উদ্দীন চেীধুরী বলেন, এরশাদ সরকারের সময়কালে চতুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমি নৌকা প্রতীকের এজেন্ট ছিলাম সে সময়ে নৌকার বিপক্ষে অবৈধ ভোট প্রদানের সময় আমি বাধা প্রদান করলে আমি বিভিন্ন সময়ে মামলা হামলার শিকার হই। তৎসময়ে জীবনের নিরপত্বহীনতা নিয়ে আওয়ামীলীগ নেতা জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখনের সহায়তায় জীবন বাচাঁতে দেশ ছাড়তে বাধ্য হই। প্রবাস জীবন শেষে বর্তমান সরকার আমলে বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সহায়তায় দল ও এলাকার উন্নয়নে সামাজিক কাজ করে যাচ্ছি। সভায় তিনি সকলের সহযোগীতা কামনা করেণ।