বিজয়নগর উপজেলার মাসিক সাধারন সভায় মোকতাদির চৌধুরী এম.পি
বিজয়নগরকে মডেল উপজেলা হিসেবে গড়তে সকলকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে
ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বিজয়নগরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে। বর্তমান সরকার উন্নয়ন অগ্রগতি ও কাজে বিশ্বাসী । এই সরকার প্রত্যন্ত অঞ্চলে যে উন্নয়ন ধারা সৃষ্টি করেছে এই ধারাকে গতিশীল এবং উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌছে দিতে হবে।
এ সময় এমপি মোকতাদির চৌধুরী আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের আরো গতিশীল ভূমিকা রাখতে হবে। মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি গ্রহণ করতে হবে। কাউকে ছাড় দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে আরো সোচ্চার হতে হবে।
তিনি সোমবার সকালে বিজয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার মাসিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. তানভীর ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগারের সঞ্চালনায় বক্তব্য রাখেন , উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অ্যাড. জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন নাহার টুনী, বিজয়নগর থানার ওসি ফয়জুল আজীম, উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন, কৃষি কর্মকর্তা মসকর আলী,পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, সমবায় কর্মকর্তা আব্দুল কুদ্দুস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নিরূপা ভৌমিক, বিআরডিবির চেয়ারম্যান দীপক চৌধুরী বাপ্পী, আনসার ভিডিপি কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো নূর মাহমুদ,সিংগারবিল ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ভূইয়া,পাহাড়পুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,হরষপুর ইউপি চেয়ারম্যান সারোয়ার আলম,চরইসলামপুর ইউপি চেয়ারম্যান দানা মিয়া ভূইয়া, বুধন্তী ইউপি চেয়ারম্যান জিতু মিয়া, চান্দুরা ইউপি চেয়ারম্যান শামিউল হক চৌধুরী, চম্পকনগরের ইউপি চেয়ারম্যান হামিদু মিয়া,পত্তন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান রতন প্রমূখ ।
« লায়ন ফিরোজুর রহমান ওলিওর কৃতজ্ঞতা প্রকাশ (পূর্বের সংবাদ)