বিজিবি’র অভিযানে মাদকসহ আসামী আটক
অদ্য ২৭ মে ২০১৬ তারিখ ভোর ৪:০০ ঘটিকায় আলীনগর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলাধীন আমোদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ০৯ বোতল স্কফসহ মোঃ জসিম উদ্দিন(২৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত আসামী হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ মৌড়াইল গ্রামের মৃত শহিদ মিয়া ছেলে।
ধৃত আসামীকে অবৈধভাবে মাদক বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১০(২), ২২ (খ) ধারা মোতাবেক তিন হাজার টাকা অর্থ দন্ড, অনাদায়ে ০৭ (সাত) দিনের কারাদন্ড প্রদান করা হয়। পরবর্তীতে আসামী আদালত কর্তৃক প্রদত্ত অর্থ দন্ডের ৩,০০০/- (তিন হাজার) টাকা পরিশোধ করলে তাকে ছেড়ে দেয়া হয় এবং মাদকদ্রব্য গুলো ধ্বংস করা হয়।
এছাড়া একই তারিখ রাত ১:৩০ ঘটিকায় সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকা হতে আরও ২০ বোতল স্কফ উদ্ধার করেছে বিজিবি।
এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।প্রেস রিলিজ