Main Menu

বিজয়নগরে উৎসবমুখর পরিবেশে বই বিতরণকারে এড. তানভীর ভূইয়া

বছরের প্রথম দিনে সকল শিশুদের হাতে বই পৌঁছে দেয়া বিশ্বের ইতিহাসে বিরল

+100%-

bnডেস্ক ২৪:: রোববার বিজয়নগর উপজেলা সদরে নব প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী বিদ্যানিকেতনে বই বিতরণ উৎসব উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান এড. তানভীর ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার উন নেছা শিউলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার দ্বিজেন আচার্য্য, যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন, নব প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী বিদ্যানিকেতনের অন্যতম প্রতিষ্ঠাতা ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাবেক চেয়ারম্যান হাজী আকতার হোসেন, সাবেক এটিও কুতুবুল আলম, ছাত্রলীগের সভাপতি ইলিয়াছ সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল আমিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দীপক চৌধুরী বাপ্পী সকল ছাত্র-ছাত্রীদেরকে মিষ্টিমুখ করান।
এদিকে নব প্রতিষ্ঠিত বিষ্ণু চৌধুরী আইডিয়াল স্কুলে বই বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এড.তানভীর ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার উন নেছা শিউলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বিজেন আচার্য্য, মিজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রাষ্টু মিয়া, সহ-সভাপতি ওলি মিয়া। এ সময় স্কুলের প্রতিষ্ঠাতা মৃনাল চৌধুরী লিটন ও তানভীর হায়দার রাজিব ও পরিচালক অপূর্ব দেব প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, খাদুরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি বই বিতরণ করেন।
বিভিন্ন স্কুলে বই বিতরণকালে উপজেলা চেয়ারম্যান এড. তানভীর ভূইয়া বলেন, প্রকৃত শিক্ষার মাধ্যমেই আধুনিক, বিজ্ঞানমনষ্ক জাতি গড়ে তুলতে হবে। তিনি বলেন, সরকার শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়ে কাজ করছে। বছরের প্রথম দিনে সকল শিশুদের হাতে বই পৌঁছে দেয়া বিশ্বের ইতিহাসে বিরল। তাই কোনো শিশু যেন শিক্ষাঙ্গন থেকে ঝড়ে না পড়ে সেদিকে কলকে নজর রাখতে হবে। জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০৪১ বাস্তবায়নে আজকের শিশুরাই সুশিক্ষা গ্রহণ করে আগামীদিনে দেশ ও জাতির দায়িত্ব গ্রহণ করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার উন নেছা শিউলী বলেন, বই উৎসব বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। যা বিশ্বে নজিরবিহীন। তিনি সকল শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহবান জানান। এছাড়া বিজয়নগরের প্রতিটি বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে বিদ্যালয়ে আসতে থাকে।






Shares