Main Menu

পাহাড়পুর বিট পুলিশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

+100%-

মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন ও ইভটিজিং মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলার বিজয়নগর উপজেলার ১০ নং পাহাড়পুর বিট পুলিশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ভিটিদাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভিটিদাউদপুর গ্রাম প্রধান হাজী জাহের মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (নিরস্ত্র) মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এস. এম. মাহবুব হোসেন, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য নাসির মিয়া, মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সেলিম মৃধা, সমাজ সেবক সালাম মোহাম্মদ রুক্কু, পাহাড়পুর বিট পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক কমল কুমার রায়, সহকারী উপ-পরিদর্শক মাহবুব সারোয়ার ও সহকারী উপ-পরিদর্শক বিল্লাল হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিট পুলিশিং কার্যক্রম পুলিশের সেবাকে জনগণের দৌড়গোড়ায় পৌছে দিয়েছে। সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষায় এই কার্যক্রম ভূমিকা রাখছে। জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন ও ইভটিজিং এর মত অপরাধ নিমূল সম্ভব।






Shares