খেলা-ধূলা মনকে চাঙ্গা করে এবং শারীরিক বিকাশ ঘটায়: অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল কবির
বিজয়নগর সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ মাঠে আজ শনিবার বিকালে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী আন্তঃস্কুল এন্ড কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ ট্রাইবেকারে ৫-৪ গোলে পূর্বাচল কলেজ পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল কবির বলেন খেলা-ধূলা মনকে চাঙ্গা করে এবং শারীরিক বিকাশ ঘটায় তাই শিক্ষার্থীকে লেখা-পড়ার সাথে সাথে খেলা-ধূলায় মনোনিবেশ করতে হবে।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, পূর্বাচল কলেজের প্রতিষ্ঠাতা মোঃ মাহমুদুল হক সরকার, ইসলামপুর পুলিশ ফাড়ি অফিসার ইনচার্জ আ.স. ম আতিকুর রহমান, অধ্যক্ষ হাফেজ মোঃ শফিকুর রহমান, উপাধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিয়াদুল হক বাবু , ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জিতু মিয়া, রফিকুল ইসরাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান,পূর্বাচল কলেজের অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম ,প্রভাষক আহমেদুর রহমান বিনকাশ,মো: ফেরদুস মিয়া ,মো: জামাল হোসেন প্রমুখ।