খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকের অবক্ষয় থেকে মুক্ত রাখা সম্ভব: প্রফেসর ফাহিমা খাতুন
খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকের অবক্ষয় থেকে মুক্ত রাখা সম্ভব। বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার। ক্রীড়া ক্ষেত্রে সরকার ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে।
গতকাল ১৩ অক্টোবর শুক্রবার বিকেল ৪ টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বীরমুক্তিযোদ্ধা র.আ.ম.উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (গ্রেড-১) বিশিষ্ট শিক্ষানুরাগী প্রফেসর ফাহিমা খাতুন এসব কথা বলেন।
টুর্নামেন্ট কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আদেল মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুহেল খান এর পরিচালনায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তানবীর ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরোজ, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, লেরিক গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি এমএম সেলিম।
বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মিরাশানী গ্রামবাসীর উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা র.আ.ম.উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোট ৩৬ টি ফুটবল টিম অংশগ্রহন করে বিজয়নগর উপজেলার পত্তন চীন টাওয়ার একাদশ বনাম আখাউড়া উপজেলার রাজাপুর হংকং টাওয়ার একাদশ ফাইনালে উঠে।
গতকাল ১৩ অক্টোবর শুক্রবার বিকেল ৪ টায় মিরাশানী খেলার মাঠে পত্তন চীন টাওয়ার একাদশ বনাম রাজাপুর হংকং টাওয়ার একাদশ’র মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় পত্তন চীন টাওয়ার একাদশ বনাম রাজাপুর হংকং টাওয়ার একাদশ’ নির্ধারিত সময়ে ৩-৩ গোল করলে ট্রাইবেকারে পত্তন চীন টাওয়ার একাদশ ১ গোলে চ্যাম্পিয়ন ট্রফি জিতে।
পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরন করেন।