বৃষ্টি হলেই ইসলামপুর বাজারে হাটু পানি
বিজয়নগর সংবাদদাতা : অল্প বৃষ্টি হলেই পানি জমে যায় ইসলামপুর বাজারে।ফলে দুর্ভোগে পড়েন ব্যবসায়ী ও ক্রেতারা।এসময় বাজারের উপর দিয়ে চলাচল করা মানুষকে পড়তে হয় বিপাকে।জানাগেছে, উপজেলার ইসলামপুর গ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাই এই গ্রামে শিক্ষার্থী সহ বিভিন্ন লোকজনের চলাফেরা রয়েছে এবং ঢাকা সিলেট মহাসড়কের পাশে বাজারের অবস্থান হওয়ায় স্থানীয় লোকজন সহ শিক্ষার্থী ও বহিরাগত লোকজন কেনা কাটা করে।সরজমিনে বাজারে গিয়ে দেখা গেছে, বাজারে পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যাবস্থা না থাকায় এবং বাজারের ব্যাবসায়ীরা পরিত্যক্ত জিনিস নির্ধারিত স্থানে না রাখায় একটু বৃষ্টি হলেই বাজারে হাটু পানি জমে যায়।
ফলে লোকজন পানির উপর দিয়ে চলাফেরা করে। এব্যাপারে সানি মিয়া জানান, বাজারে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়, বাজার করা কষ্টকর হয়।ব্যবসায়ী সুহেল মিয়া মইশান জানান, একটু বৃষ্টি হলেই দোকানের সামনের রাস্তার বেশির ভাগ অংশে পানি জমে যায়।ফলে লোকজনের চলাফেরায় অসুবিধা হয় তাই ক্রেতারা অতি জরুরি কাজ ছাড়া বাজারে আসতে চায়না। এব্যাপারে বাজার কমিটির সভাপতি আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন,বাজারের পানি নিষ্কাশনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং কমিটির পক্ষ থেকে বাজারের রাস্তা ও ড্রেনের সংস্কার করা হচ্ছে।সরকারি ভাবে বরাদ্ধ পেলে রাস্তা ও প্রসস্থ ড্রেন নির্মান করা গেলে এই দুর্ভোগ থেকে রেহাই পাওয়া যাবে।