Main Menu

বিজয়নগর উপজেলার চম্পকনগর মডেল স্কুল এন্ড কলেজের চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে শিক্ষা খাতে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে: র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

+100%-
বাংলাদেশ অাওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা অাওয়ামীলী ও পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন আওয়ামীলীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে শিক্ষা খাতে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। শিক্ষা ছাড়া একটি দেশ ও জাতি এগুতে পাড়ে না। সে জন্য সরকার শিক্ষা খাতে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন।
সোমবার (০৬ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর  মডেল স্কুল এন্ড কলেজের চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মোকতাদির চৌধুরী এমপি এসব কথা বলেন।
অাগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে  নৌকা প্রতীকে বাংলাদেশ অাওয়ামীলীগ মনোনীত একক প্রার্থী উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, দেশ এখন সব দিক থেকে এগিয়ে আছে। জনগনের মাথাপিঁচু আয় বেড়েছে। উন্নত দেশগুলোর সাথে পাল্লা দিয়ে দেশ যখন এগিয়ে চলছে এমন মূহুর্তে স্বাধীনতা বিরোধী জামাত বিএনপি দেশকে পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা কোমলমতি শিক্ষার্থীদের নিয়েও দেশ অস্থিতিশীল করতে বিভিন্নভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে। তাদের কোন ষড়যন্ত্রই কাজে আসবে না।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরোজ, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মামুন, চম্পকনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হামিদুল হক হামদু, চম্পকনগর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রাসেল খান প্রমূখ।
এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ চম্পকনগর মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে,  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ও ৩ কোটি টাকা ব্যয়ে চম্পকনগর মডেল স্কুল এন্ড কলেজের ব্যয়ে চম্পকনগর  মডেল স্কুল এন্ড কলেজের চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনটি নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ২ কোটি ২০ লাখ টাকা ভবন নির্মাণ ও ৮০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে আসবাবপত্র এবং কম্পিউটার ল্যাপটপ ক্রয় বাবদ।






0
0Shares