দুই হাজার পিস ইয়াবাসহ গোপালগঞ্জের মাদক ব্যবসায়ী বতুল ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার



ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজিবি।
আটক বতুল হোসেন (৪৩) গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার রসুলপুর গ্রামের মৃত চাঁন মোল্লার ছেলে।
বিজিবি জানায়, মঙ্গলবার আনুমানিক ভোর সাড়ে ছয়টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ মুকুন্দপুর বিওপির টহল দল উপজেলার সেজামোড়া এলাকা থেকে মাদক চোরাকারবারী বতুল হোসেনকে (৪৩) আটক করে। এ সময় তার হেফাজত থেকে ভারতীয় ইয়াবা ১৯১০ পিস উদ্ধার করা হয়। তার ব্যবহৃত একটি সাইকেল এবং একটি মোবাইল ফোনসহ তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামাল বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
« ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণচেষ্টা, শিশুটি বাড়ি থেকে বের হতে ভয় পায়! (পূর্বের সংবাদ)