Main Menu

রাজনীতির সূত্রে ভূল করে খালেদা খুনীদের নিয়ে দল করেছেন::আশুগঞ্জে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান

+100%-
ashuganj261015নিজস্ব প্রতিবেদক::নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন,, রাজনীতির সূত্র না জানলে রাজনীতি হবে না। খালেদা জিয়া এখনও জানেন না রাজনীতির সূত্রটা কী। সূত্রে ভুল করেছেন বলেই তিনি খুনীদের নিয়ে দল করেছেন।

রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ট্রান্সশিপমেন্ট পয়েন্টে আরসিসি জেটি, ওয়্যার হাউস, পার্কিং ইয়ার্ড ও সংযোগ সড়ক উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষের বয়স হয়ে গেলে চোখে ছানি পড়ে। সেই ছানি পড়ে গেলে আর চোখে দেখে না মানুষ। খালেদা জিয়ার চোখেও ছানি পড়েছে। তাই তিনি সরকারের উন্নয়ন দেখেন না।

আশুগঞ্জে মেঘনা নদীর পাড়ে একটি ইনল্যান্ড কনটেইনার টার্মিনাল তৈরি হবে বলেও ঘোষণা দেন মন্ত্রী।

বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমডোর মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান।






0
0Shares