Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবনে অগ্নিকাণ্ড

+100%-
ashuganj6216ডেস্ক ২৪:: আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট নির্মানাধীন বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

আজ দুপুরে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।

নিজস্ব উদ্যোগে নির্মিত গ্যাস ভিত্তিক ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল নর্থ প্রকল্পের নির্মানাধীন প্রশাসনিক ভবনের নিচতলায় ককসীট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্তত ৫০ থেকে ৬০ ফুট উপরে উঠে যায়।

খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনী ও বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব দমকল বাহিনীর এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার খবরে বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

চলতি বছরের জুনে বিদুৎ কেন্দ্রটি উৎপাদনে আসার কথা রয়েছে।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এস এম সাজ্জাদুর রহমান জানান, নির্মানাধীন বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবনের নিচতলায় ককসীট থেকে আগুনের সূত্র পাত ঘটে। তবে মুহুর্তের মধ্যেই আগুন নিয়ন্ত্রনে আসাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।






Shares