Main Menu

ফের আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

+100%-
%e0%a6%86%e0%a6%b6%e0%a7%81%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9cডেস্ক ২৪:: গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দীর্ঘ সাত মাস পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ফের ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল থেকে এ কারখানায় উৎপাদন শুরু হয়।

উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন আড়াই কোটি টাকা মূল্যের প্রায় ১৪শ’ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হয়েছে বলে জানিয়েছে কতৃপর্ক্ষ।

কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেও কারখানার বিভিন্ন যন্ত্রাংশে ক্রটি দেখা দেওয়ায় মেরামত শেষে মঙ্গলবার সকাল থেকে ফের ইউরিয়া উৎপাদন শুরু করা হয়।

তবে কারখানায় পর্যাপ্ত পরিমাণে সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত জেলায় সার সংকট দেখা দেয়নি এবং সার সরবরাহও স্বাভাবিক ছিল বলে জানান তিনি।






Shares