Main Menu

আশুগঞ্জে ভ্যানের মাধ্যমে মাস ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ প্রদান॥

+100%-

আশুগঞ্জ প্রতিনিধি॥  বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভ্যানের মাধ্যমে মাস ব্যাপী আইসিটি প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল হায়দার। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিজির সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোতাহের হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকল্পের সহ প্রোগ্রামার মোঃ আবু আব্দুল্লাহ, তথ্য সেবা কর্মকর্তা সারমিন আক্তার, প্রশিক্ষক রাজিব হোসেন, সহকারী প্রশিক্ষক আলমগীর হোসেন প্রমুখ।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগীতায় ‘‘টেকনোলজী এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুবাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’’ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়। মাস ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ২০জন ছেলে ও ২০জন মেয়ে অংশ নেন।






Shares