Main Menu

আশুগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পণ্ড

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উদ্বোধনের পরই দু’পক্ষের সংঘর্ষে পন্ড হয়ে গেল বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক অনুর্ধ-১৭)। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। ফলে টুর্ণামেন্টের সকল খেলা স্থগিত করে দিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় উপজেলার তাপ বিদ্যুৎ কেন্দ্র মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ-১৭) এর উদ্বোধন করা হয়।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল করিম খান সাজু।

উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে উদ্বোধনী দিনে চরচারতলা ইউনিয়ন বনাম দূর্গাপুর ইউনিয়ন ও আশুগঞ্জ সদর ইউনিয়ন বনাম শরীফপুর ইউনিয়নের মধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু উদ্বোধনের পর খেলা শুরুর আগেই বয়স যাচাই করে চরচারতলা ইউনিয়ন ও দূর্গাপুর ইউনিয়নের খেলোয়াড় নির্বাচন নিয়ে দু’পক্ষ দ্বন্দ্বে জড়িয়ে পরে। এক পর্যায়ে আশুগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ও দূর্গাপুর ইউপি চেয়ারম্যান মো. রাসেল মিয়া বাক-বিতন্ডায় লিপ্ত হয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও আশুগঞ্জ থানার ইন্সপেক্টরের (তদন্ত) সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহুর্তের মাঝেই উভয় পক্ষের হাতাহাতি ও চেয়ার ছুড়াছুড়িতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো খেলার মাঠ। পরে পুলিশ লাঠিচার্জ করে আধা ঘণ্টা চেষ্ট চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে চরচারতলা ইউনিয়ন ও শরীফপুর ইউনিয়নের খেলোয়াড়রা খেলার উপযুক্ত পরিবেশ নেই দাবি করে মাঠ ত্যাগ করে। পরে বাধ্য হয়ে টুর্নামেন্টের সকল খেলা স্থগিত ঘোষণা করেন ইউএনও।

এ ব্যাপারে চরচারতলা, আশুগঞ্জ সদর ও শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ জানান, খেলার উপযুক্ত পরিবেশ না থাকায় আমাদের দল আর টূর্ণামেন্টের কোন খেলায় অংশ নেবে না।

তবে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীন সিকদার জানান, সংশ্লিষ্ট প্রশাসন ও ইউপি চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।