Main Menu

আশুগঞ্জে ‘আলোর পথের বিদ্যানিকেতন’ উদ্যোগে প্রায় ১ হাজার রোগীকে বিনামূল্যে ডেন্টাল চিকিৎসা প্রদান॥

+100%-

আশুগঞ্জ প্রতিনিধি॥‘‘সবাই হাতে হাত রাখি, সুন্দর সমাজ গড়ি’’ এই শ্লোগানকে সামনে রেখে মানব সেবার ব্রত নিয়ে আশুগঞ্জের নব গঠিত সংগঠন ‘আলোর পথের বিদ্যানিকেতন’ এর উদ্যোগে ও আশুগঞ্জ পাওয়ার ষ্টেশনের রাইসিং স্টার ক্লাবের সার্বিক সহযোগীতায় আশুগঞ্জের প্রায় ১ হাজার রোগীকে বিনামুল্যে ডেন্টাল চিকিৎসা সেবা প্রদান করেছেন।

২৬ মে শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা থেকে আগত ১৫ সদস্যের একটি অভিজ্ঞ ডেন্টিস টিম আশুগঞ্জের কলাবাগান রোডে সাইফুর রহমান মনি (মঞ্জিল) এর বাসায় রোগীদের এই চিকিৎসা সেবা প্রদান করেন। ‘আলোর পথের বিদ্যানিকেতন’ এর মুখপাত্র মৃদুল সিকদার জানান, ঢাকা থেকে আগত ১৫ জন ডেন্টিসের মাধ্যমে আমরা রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করেছি। পরর্বতীতে আমরা আশুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের এই সেবাকার্য পরিচালনা করে যাব। আর সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব অসহায় মানুষদের নতুন জামা কাপড় ও ঈদ সামগ্রী দেওয়া হবে। এই জন্য সমাজের সর্বস্তরের মানুষের সহযোগীতা কাম্য করা হচ্ছে।

আর এসব উদ্যোগে সহযোগীতা করতে ইচ্ছুক যারা তারা এই ০১৯৯৯-৩৪৩৯৫৯ নাম্বারে যোগাযোগ করার জন্য আহ্বান করা হচ্ছে। স্থানীয় স্কুল কলেজ পড়–য়া যুবকরা মিলে এই সংগঠনটি প্রতিষ্ঠিত করে।






Shares