আশুগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ,আহত ২৫,লুটপাট,ভাংচুর
ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার চরচারতলা গ্রামের কিচকিবাড়ি ও লতিফবাড়ির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বেলা ১টার দিকে চরচারতলা গ্রামের লতিফবাড়ির সোহরবা মিয়ার ছেলে সজিবের নেতৃত্বে ১০/১২জনের একটি সংঘদ্ধদল আশুগঞ্জ গোলচত্বরে একই গ্রামের কিচকিবাড়ির খালেক মিয়ার ফলের আড়তে অতির্কত হামলা করে আড়তে ভাংচুর ও লুটপাট করে । এখবর ছড়িয়ে পড়লে দুপর ২টায় একই গ্রামের কিচকিবাড়ির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে ৮৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
ব্রাহ্মনবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো,ইকবাল হোসেন জানান, বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।
« নবীনগরের শিবপুর উচ্চ বিদ্যালয়ে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের অভিযান: সিএনজিসহ দুই চোর, দুই ডাকাত, গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ৭ জন আসামী গ্রেপ্তার »