Main Menu

আশুগঞ্জ রেলষ্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলষ্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যাক্তির (৪৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ মৃত ব্যাক্তির লাশ উদ্ধার করে। তবে মঙ্গলবার ভোরে ঢাকাগামী মালবাহী ট্রেনের নিচে কাটা পরে এই ব্যাক্তির মৃত্যু হয়েছে ধারনা করেছে পুলিশ।

আশুগঞ্জ রেল স্টেশনের মাষ্টার নুরন্নবী জানায়, মঙ্গলবার ভোরে রেলষ্টেশনের দক্ষিণ পাশের প্লাটফর্মে কয়েকটি শিয়াল ঘুড়াঘুরি দেখে আমি সেখানে যায়। গিয়ে দেখি অজ্ঞাত একজনের লাশ একটি পা কাটা অবস্থায় পড়ে আছে। পরবর্তীতে আখাউড়া রেল পুলিশকে খবর দেয়। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার।

ব্রাহ্মণবাড়িয়া রেল পুলিশের এসআই সেতাফুর রহমান বলেন, খবর পেয়ে আমরা আশুগঞ্জ রেল স্টেশনে এস পা কাটা অবস্থায় অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করি। ট্রেনে কাটা পড়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অজ্ঞাত লোকটি মারা যায়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।






Shares