Main Menu

সাত ঘণ্টা পর পূর্বাঞ্চলের ট্রেন চলাচল শুরু:: ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ

+100%-
ডেস্ক ২৪::সাত ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ব্রাহ্মণবাড়িয়ার সহকারী স্টেশন মাস্টার মঈনুল হোসেন জানান, রোববার সন্ধ্যা ৬টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চট্টগ্রামগামী একটি কনটেইনারবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। মঈনুল হোসেন জানান, দুর্ঘটনার পরপর আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শেষ করার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।বিভিন্ন স্টেশনে আটকা পড়া ট্রেনগুলো গন্তব্যে যাত্রা শুরু করেছে বলে জানান তিনি।





Shares