Main Menu

আশুগঞ্জ আন্তর্জাতিক বন্দরের অবকাঠামো উন্নয়নে ভারত সরকার অবশ্যই অর্থায়ন করবে -পবিত্র কর

+100%-

ডেস্ক ২৪::ভারতের সেভেন সিস্টার্সের প্রয়োজনেই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বন্দরের অবকাঠামো উন্নয়ন দরকার বলে মন্তব্য করেছেন ত্রিপুরা রাজ্যের ডেপুটি স্পিকার পবিত্র কর।

শনিবার দুপুর ২টার দিকে স্থানীয় উজান-ভাটি হোটেলে যাত্রা বিরতির সময় উপস্থিত সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আশুগঞ্জ আন্তর্জাতিক বন্দরের অবকাঠামো উন্নয়নে ভারত সরকার অবশ্যই অর্থায়ন করবে। কারণ ভারত হচ্ছে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এবং প্রতিবেশি দেশ। আর এই বন্দরের অবকাঠামো উন্নয়নে ভারত আগেও যেমন অর্থায়ন করেছে, এখনও করবে। আশুগঞ্জ বন্দরে আইসিটি নির্মাণে ভারতীয় বিশেষজ্ঞ দল কাজ করছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, আইসিটি নির্মাণে কী পরিমাণ টাকা লাগবে তা যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষ হলে ভারত এ খাতে অর্থবরাদ্দ দেবে।






Shares