বজ্রপাতের কারনে আশুগঞ্জে ৫শ টেলিফোন লাইন বিকল
প্রতিবেদক :: বজ্রপাতের কারনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিটিসিএল’র প্রায় ৫শ টেলিফোন লাইন গত দু’দিন ধরে বিকল হয়ে আছে। এতে গ্রাহকদের ভোগান্তি বেড়েছে। গত বৃহস্পতিবার রাতে ঝড়ের সময় বজ্রপাতে অতিরিক্ত ভোল্টেজের কারনে টেলিফোন এক্সেচেঞ্জের মাদারবোর্ড ও বিভিন্ন মেশিন পুড়ে গেলে এই বিপর্যয় দেখা দেয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিটিসিএলের সহকারী প্রকৌশলী (টেলিকম) মোঃ সামছুল হুদা বলেন, গত বৃহস্পতিবার রাতে (১৫ মে) ঝড়ের সময় অতিরিক্ত বজ্রপাতে আশুগঞ্জ বিটিসিএলের এক্সেচেঞ্জের মাদারবোর্ড ও বিভিন্ন মেশিন পুড়ে যায়। এতে করে আশুগঞ্জে ৪৬৬টি টেলিফোন লাইন বিকল হয়।
তিনি বলেন, শনিবার সকাল থেকে ঢাকার বিশেষজ্ঞ টিমসহ স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করছেন। তিনি বলেন, দ্রুত মেরামত কাজ শেষ হবে।
« বিজয়নগরের অপহৃত শিশু আখাউড়ায় উদ্ধার (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) দায়িত্ব পেলে মুক্তিযোদ্ধাদের বঞ্ছনা স্থায়ী অবসান করার চেষ্টা করব-মেজর জেনারেল হেলাল মুর্শেদ »