বঙ্গবন্ধুর আহ্বায়নে বাঙ্গালী জাতি মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে এনে ছিল – মোক্তাদির চৌধুরী এমপ
নিজস্ব প্রতিনিধি :: কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য র.আ.ম.উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে দেশ প্রেমের কারণে। আর এ দেশ প্রেমকে জাগ্রত করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার আহবানেই বাঙ্গালী জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে এনে ছিল। তাই নতুন প্রজন্মকে দেশ কে এগিয়ে নিতে প্রধান ভূমিকা পালন করতে হবে।
তিনি শনিবার সকালে আশুগঞ্জ উপজেলার চর চারতলা আলাল শাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা বৃত্ত্বি ও বার্ষীক ক্রীড়া প্রতিযোগীতা পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তবে এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তাউন নেছা শিউলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবু নাছের আহমেদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাকির হোসেন, চর চারতলা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান।
আলাল শাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ জিন্নাহ খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমন্বিত সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের সভাপতি আলমগীর কবির, এডভোকেট স্মৃতি কনা বিশ্বাস, উপজেলা যুবলীগের ভারপ্রার্প্ত সভাপতি জিয়া উদ্দিন খন্দকার, সহ-সভাপতি আলমগীর মুন্সী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আতাউর রহমান কবীর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মতিউর রহমান সরকার। অনুষ্টান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঈশা খান।