Main Menu

আশুগঞ্জে দু‘দল সংঘর্ষ আহত ৩০ ॥ বাড়িঘর ভাংচূর

+100%-


মোহাম্মদ মাসুদ  ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের আজ রাতে দু‘ল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল সহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ সময় অর্ধশতাধীক বাড়িঘর ভাংচূর করেছে দাঙ্গাবাজরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকালে বাঘার বাড়ির পানু মিয়ার ছেলে মুর্শিদ ও বারঘইরা বাড়ির গোলাপ মিয়ার ছেলে হঋদয়ের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতা হাতি হয়। এরই জের ধরে  রাতে উভয় পক্ষের দাঙ্গাবাজরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০জন আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল সহ গুরুত্বর আহতদের  জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় বারঘইরা বাড়ির লোকজন বাঘার বাড়ির কমপক্ষে অর্ধশতাধীক বাড়িঘরে ভাংচূর ও লোটপাট চালায় এবং কয়েকটি বনগোলায় অগ্নিসংযোগ করে। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মহিউদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রছেছে।






Shares