পুলিশের দায়ের করা মামলায় আবু আসিফ আহমেদসহ ১৬বিএনপি নের্তা-কর্মী হাইকোর্ট থেকে জামিন
প্রতিনিধি:বিএনিপিসহ ১৮ দলের ডাকে হরতালের দ্বিতীয় দিন গত ২৮ অক্টোবর সোমবার আশুগঞ্জ গোলচত্বরে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক আবু আসিফ আহমেদের মিছিলে নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলার তালিকাভুক্ত ২৪ আসামীর মধ্যে ১৬আসামী হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। গত বৃহস্পতিবার মহামন্য হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ থেকে স্থায়ী জামিন পেয়েছেন তারা। যারা জামিন দিয়েছেন তারা হলো উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আবু আসিফ আহমেদ , বিএনপি নেতা কাইয়ুম চৌধুরী, কবির মিয়া, মজিবুর রহমান সরকার, ডাক্তার তাজুল ইসলাম, মানিক, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক তফসিরুল আলম তুষার, নূরুল আলম, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম-সাধারন সম্পাদক মাহাবি চৌধুরী রানা, শহিদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-যুববিষয়ক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ, আলীম, মহিউদ্দিন, হেদায়েত উল্লাহ, মোছান্না, অলিউল্লাহ, শফিউল আলম। এদিকে ঢাকা থেকে জামিন নিয়ে আশুগঞ্জ আসার পর উপজেলা বিএনপির, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নেতৃবৃন্দ। এর আগে আরো ৮জন আসামী আসাম জামিন পান। |